কালিয়াকৈরে ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

0

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে দেয়াল চাপা অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সারা দেশের মতো গত দুই-দিন যাবত গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়ও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার রাতে নিহত দু’জনই তাদের মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মাটির ঘরটি ভেঙে তাদের উপরে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। পরে শুক্রবার সকালে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে ধ্বংসস্তুপের নিচ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here