গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘাটাখালীর খালে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এসময় রুই জাতীয় মাছের পোনা প্রায় ৩০০ কেজি অবমুক্ত করা হয়েছে।
মাছের পোনা অবমুক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, শ্রীপুর সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ মুসলেউদ্দিন আহমেদ, মৎস্য সহকারী কর্মকর্তা জুয়েল রানাসহ বিভিন্ন সুফল ভুগিরা।