গাজীপুরের কালিয়াকৈরে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে নাঈম হোসেন (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে আব্দুল জলিলের বাসার ভেতরে মাদক সেবন করার সময় এলাকাবাসী নাঈমকে আটক করেন। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবকের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ নাঈমকে আটক করে থানায় নিয়ে যায়।