গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরীটেক এলাকায় একটি বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ২৬টি ছাগল। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চৌধুরীটেক এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার পিয়াস মন্ডলের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে যায়।
ঘটনার সময় আগুন দেখে এলাকার লোকজন আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাড়িতে থাকা একটি কক্ষে ২৬টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মরে যায়।