কালিয়াকৈরের ধর্ষণ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে : পুলিশ সুপার

0
কালিয়াকৈরের ধর্ষণ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে : পুলিশ সুপার

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক।

বুধবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, ঘটনার শুরু থেকে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক চলছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী সমালোচনা হচ্ছে। জেলা পুলিশ সবাইকে আশ্বস্ত করছে যে, মামলা রুজু থেকে এখন পর্যন্ত তদন্ত কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। অভিযুক্তদের রেহাই দেওয়া বা মামলায় গাফিলতির অভিযোগের কোনো ভিত্তি নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তদেরকে মামলা থেকে রেহাই দেওয়া বা মামলায় গুরুত্ব না দেওয়া—এ জাতীয় যে সব অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।  মামলার সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার তদন্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্যও সবাইকে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here