কালিয়াকৈরের তুরাগ নদীতে প্রতিমা বিসর্জ্জন কালে নৌকা ডুবি, দুই শিশু নিখোঁজ

0

আখতার রাফি : গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জ‌নের সময় দুইটি ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দি‌কে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো, হিজলতলী এলাকার স্বপন বর্ম‌নের মেয়ে আড়াই বছর বয়সের অঙ্কিতা রানী এবং একই এলাকার তাপশ ম‌নি দা‌সের ছেলে ৮ বছর বয়সী তন্ময় মনি দাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন উপভোগ করতে পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে তুরাগ ন‌দ ভ্রমণে বের হয় শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় ম‌নি দাস। নৌকাটি তুরাগ নদের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা লা‌গে। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট নৌকাটি।

নৌকাটিতে থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাতার কেটে পাড়ে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু । ঘটনার পরপরই স্থানীয়রা নিখোঁজ ওই শিশু‌কে উদ্ধারের চেষ্টা চালায় । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের এক‌টি ঘটনাস্থলে যায় ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here