কালকিনিতে বিএনপির ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ

0
কালকিনিতে বিএনপির ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির ১০টি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন এবং ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কালকিনি ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারি, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালকিনি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা।

প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদার খোকন তার বক্তব্যে বলেন, ‘বিএনপিকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাদর শুভেচ্ছা পৌঁছে দিতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ, তারেক রহমানকে কালকিনি-মাদারীপুর-৩ আসনে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানানোর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here