মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে ৩টি মুদি দোকান ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার(০৬ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলা শিকার মঙ্গল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ কুদ্দুস বেপারী বলেন, রাতে আগুন ধরে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্য খোকন জোয়ার্দার জানান, খবর পেয়ে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।