কার সাথে প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান?

0

কখনও নাম জড়িয়েছে নোরা ফাতেহির সঙ্গে, কখনও আবার তারকা-কন্যা অনন্যা পান্ডের সঙ্গে। বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময়ই থাকে আলোচনায়। এবার শোনা যাচ্ছে বলিপাড়ার কোনও অভিনেত্রী নন, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখ-পুত্র। বহুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিপাড়ায়। মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই চর্চিত প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।

মুম্বাই শহরের এক নৈশপার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তবে দু’জন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি তারা।

বর্ষবরণের পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। তার উপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্য দিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে বেরোন আরিয়ান। মাথা নীচু করে বেরোচ্ছিলেন শাহরুখ-পুত্র। পা পড়ছে বেতালে। ভিডিওতে স্পষ্ট, আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন আরিয়ান। কোনও মতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। একটু এ দিক থেকে ও দিক হলে, পড়ে যেতে পারেন তিনি। তবে সে দিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। আরিয়ানের পিছন পিছন বেরোন তার মদ্যপ বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ, ভিডিওতে তেমনই দেখা গেছে।

লারিসাকে দেখা গিয়েছে ‘গো গোয়া গন’, ‘ঠিক্কা’ নামের ছবিতে। অন্য দিকে, আরিয়ানও তার কাজ নিয়ে ব্যস্ত। তবে শাহরুখ-পুত্র ক্যামেরার পিছনেই থাকতে চান। ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচালিত সিনেমা খুব শীঘ্রই মুক্তি পাবে। ছবির প্রযোজক গৌরী খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here