কার্যালয় ছাড়ার নোটিশে ৬ মাস সময় চায় নুররা

0

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বের জেরে আগামী দুই দিনের মধ্যে রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। গণঅধিকারর পরিষদের পক্ষের দাবি, তাদের ৬ মাসের সময় দিতে হবে।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, মালিককে আন্তরিকতা নিয়ে বলেছি আমরা রাজনীতি করি। চাইলেই তো আর এত বড় কার্যালয় হুট করে পাওয়া যাবে না। তাই আমাদের ৬ মাস সময় দিতে হবে।

কার্যালয় ছাড়ার নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী এ মর্মে আতঙ্কিত ও ভীত।

তাছাড়া ভবনের সমিতির পক্ষে থেকে ও আমাদের এ ব্যাপারে সর্তক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বিধায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে অফিস খালি করে দেওয়ার অনুরোধ রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here