কারিনার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস, ‘ধ্বংস’ করে দিয়েছিল শাহেদকে

0

২০০৪ সালে শাহেদ কাপুর যখন উঠতি হার্টথ্রব, তখন তার প্রেমে পড়েন কারিনা কাপুর। ঠিক সেইসময়েই ভাইরাল হয়ে যায় দুই তারকার অন্তরঙ্গ মুহূর্ত! একাধিকবার সেই ভাইরাল ছবিকে মিথ্যে বলে দাবি করেছেন শাহেদ কাপুর। কিন্তু কারিনার সঙ্গে গাঢ় চুম্বনের ছবি ভাইরাল হওয়ার পর কীভাবে বদলে গিয়েছিল তার জীবন? সম্প্রতি সেপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন শাহেদ কাপুর।

শাহেদের মন্তব্য, সেই ঘটনা আমাকে শেষ করে দিয়েছিল। আমার বয়স তখন সবে ২৪। আমার মনে হয়েছিল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চা চলছে। আর আমি কিছুই করতে পারছি না। ভিতর থেকে পুরো ভেঙে গিয়েছিলাম। ভাবছিলাম- এটা কী থেকে কী হয়ে গেল! আর ওই বয়সে এটা যে কোনও মানুষকেই এফেক্ট করবে সেটাই স্বাভাবিক। কারণ, তখন প্রেম-ভালবাসা সদ্য বুঝতে শিখেছি। উপরন্তু সম্পর্কটা সবে শুরু হয়েছে। তার মাঝেই এসব ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here