সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের বাসভবনে গিয়ে অভিবাদন জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে আমিনুন হকের বাসায় আসেন। এসময় আমিনুলের পরিবার মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, তিনমাস ৬ দিন কারাভোগের পর ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমিনুল হক। এসময় দুদফায় ১১ দিন রিমান্ডে ছিলেন তিনি।