প্রায় এক মাস ১১ দিন পর জামিনে মুক্তি পেলেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ শহীদুল ইসলাম বাচ্চু।
সোমবার সন্ধ্যায় তাকে নাটোর কারাগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তির পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, নাটোরে সংঘর্ষের ঘটনায় ২ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট নিওন হোসেন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করে। মামলায় শহীদুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামি করা হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল নাটোর শহরের আলাইপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও পাশেই উপশহর মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অনেকজন আহত হয়। এ সময় বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু ২ রাউন্ড গুলি ছুড়ে। বাচ্চুর গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ শহরের ফৌজদারী পাড়ার বাসা থেকে তার লাইসেন্সকৃত রিভলবার জব্দ করে। পরে ৩ এপ্রিল শহীদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব।