কারাগার থেকে জামিনে মুক্তি পেতেই হিজাববিরোধী নতুন মামলায় জড়ালেন ইরানের দুই নারী সাংবাদিক। তারা হলেন- নিলুফার হামেদি (৩১) ও এলাহেহ মোহাম্মদী (৩৬)।
দেশটির কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর খবর প্রচার করায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক বছরের বেশি সময় কারাগারে থাকার পর তাদের জামিনে মুক্তি দেয় ইরানের আদালত।
এর ফলে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে জামিনে ছাড়া পাওয়ার একদিন পরই তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে এ মামলা করে দেশটির বিচারিক বিভাগ।
২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হন মাহসা আমিনী নামের কুর্দি তরুণী। তার সেই মৃত্যুর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ওই দুই নারী সাংবাদিককে আটক করা হয়। পরবর্তীতে তাদের যথাক্রমে ১২ ও ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: আল জাজিরা