ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদের আদনান মারা গেছেন। দীর্ঘ ৮৬ দিন অনশনের পর তার মৃত্যু হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনার পর ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে ইহুদি সেনাবাহিনী বলেছে, গাজার সন্নিকটে ইসরায়েল সীমান্তের কিব্বুটজ সাদ এলাকায় সাইরেন বাজানো হয়।
৪৪ বছর বয়সী আদনান ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্য ছিলেন। ৫ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এমন অভিযোগে আদনান অনশন শুরু করেন।
ফিলিস্তিনি রাজনীতিকদের প্রতিক্রিয়া
ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী এবং প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, ‘আদনানের মৃত্যু খুবই ভয়াবহ ঘটনা। এই ঘটনার জন্য ইসরায়েল সরকার এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গাভির ব্যক্তিগতভাবে দায়ী। এই ঘটনাকে তিনি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলি সরকার এবং তাদের সামরিক আদালত ভালো করেই জানতো একজন ব্যক্তি ৮৭ দিন যাবত অনশন করছে, কোনো ধরনের চিকিৎসা সেবা পাননি, তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। ঠিক সেটিই ঘটেছে।