কারচুপি ছাড়া ‘নৌকা’ অসহায় বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এ এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আ স ম রব বলেন, কারচুপি, জবরদস্তি এবং বল প্রয়োগ ছাড়া কোন নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয়। গত ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের নূন্যতম সুযোগ থাকলে যে কারো সাথে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে। এই কঠিন বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে।