কারচুপির অভিযোগ এনে মিস ইউনিভার্স ছাড়লেন দুই বিচারক

0
কারচুপির অভিযোগ এনে মিস ইউনিভার্স ছাড়লেন দুই বিচারক

এবার কারচুপির অভিযোগে বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন ‘মিস ইউনিভার্স’র দুজন বিচারক। গতকাল মঙ্গলবার জুরি সদস্য লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ সামাজিক মাধ্যমে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। সেই সাথে তিনি পদত্যাগের কারণও বর্ণনা করেছেন।

থাইইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে ঘেরা।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়েই অফিসিয়াল জুরি সদস্য লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, এই গোপন প্যানেল এমন কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত। যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে। 

হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here