কিছুক্ষণ আগেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল হায়দ্রাবাদ।
তবে কামিন্সের রেকর্ড দীর্ঘস্থায়ী হয়নি। ঘণ্টার ব্যবধানেই এখন আইপিএলের সবেচেয়ে দামি ক্রিকেটার কামিন্সের সতীর্থ মিচেল স্টার্ক।
আর কলকাতার এই দামে ভেঙেছে আইপিএলের সর্বকালের রেকর্ড। এই আসরের আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারান। তার দাম উঠিছিল সাড়ে ১৮ কোটি রুপি।