কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি জব্দ

0
কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি জব্দ

সিলেটে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ির চালান জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে দুইজনকে। রবিবার সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস পয়েন্টে এ অভিযান চালানো হয়। 

আটককৃতরা হলেন জৈন্তাপুর থানার হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের মো. নাসিরের ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, সুরমা বাইপাস পয়েন্টে একটি কাভার্ড ভ্যান আটকে তল্লাশি করে শাহপরাণ থানাপুলিশ। এসময় কাভার্ড ভ্যানের ভেতর ২ হাজার ৭১ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। জব্দকৃত শাড়ির বাজার মূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা। ভারতীয় শাড়িবহনকারী কাভার্ড ভ্যানটিও আটক করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here