ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আজ বিকেল তিনটার দিকে গজারিয়া উপজেলার মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।