কাবুল বিমানবন্দরে বোমা হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে : ট্রাম্প

0

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায়ী ইসলামিক স্টেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এ কথা জানান তিনি। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা এই গ্রেফতার অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানাননি।

২০২১ সালের ২৬ আগস্ট মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে বোমা হামলাকারী একটি ডিভাইসের (বিস্ফোরক) বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে প্রায় ১৭০ জন আফগান ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।

২০২৩ সালের এপ্রিলে হোয়াইট হাউস ঘোষণা করে, হামলার পরিকল্পনায় জড়িত ইসলামিক স্টেটের একজন কর্মকর্তা আফগানিস্তানের নতুন তালেবান সরকারের একটি অভিযানে নিহত হয়েছে। 

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে মঙ্গলবার ট্রাম্প কংগ্রেসে তার প্রথম ভাষণে ঘোষণা করেন যে, পাকিস্তান ‘সেই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেফতারে সহায়তা করেছে।

ট্রাম্প বলেন, তিনি (গ্রেফতার হওয়া ব্যক্তি) এখন আমেরিকান ন্যায় বিচারের তীব্র তরবারির মুখোমুখি হতে এখানে আসছেন।

এ সময় আফগানিস্তান থেকে মিশন অসম্পূর্ণ রেখেই সৈন্য প্রত্যাহারের জন্য ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প এই ‘দানব’কে গ্রেফতারে সহায়তা করার জন্য’ পাকিস্তানকে ধন্যবাদ জানান।

মার্কিন সংবাদ প্ল্যাটফর্ম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে সন্দেহভাজন ব্যক্তিকে মোহাম্মদ শরিফুল্লাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জাফর নামেও পরিচিত এবং ইসলামিক স্টেটের আফগানিস্তান ও পাকিস্তান শাখার একজন নেতা।

দুই অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, শরিফুল্লাহকে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (৫ মার্চ) তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here