কাফির বাড়িতে আগুনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

0

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।   

আজ সোমবার বিকেল ৩ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

এর আগে গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)।

পুলিশ সুপার জানান, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কাফির পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান।

ঘটনার পরদিন নুরুজ্জামান কাফি বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বরিশাল এবং পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। কাফির ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে তারা এ ঘটনা ঘটিয়েছেন।

আটকদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটকরা বরিশালের দুটি কলেজের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের কিছু ভিডিও কনটেন্ট নুরুজ্জামান কাফির পেজে দেখে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন তারা বরগুনা থেকে ডিজেল সংগ্রহ করে মোটরসাইকেলে করে নুরুজ্জামান কাফির বাড়ির আশপাশে অবস্থান নেয় এবং গভীর রাতে আগুন ধরিয়ে দেয়।

গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here