গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব কাজী, তিনি কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সোমবার বিকেলে সংবাদ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতো। প্রতিদিনের মত সোমবার দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীর তারাগঞ্জ বাজারের পাশের নদীর ঘাটে গোসল করতে যায় মাহবুব। সে সাঁতার জানতো না। সাঁতার না জানার কারণে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিলে নদীতে খোঁজাখুঁজি করলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।