কান চলচ্চিত্র উৎসবে কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। কান থেকে ফেরার দিন দুই দিন পর মুখ খুললেন অভিনেত্রী। নিজের এই জয় উৎসর্গ করলেন ভারতীয় সিনেমার নারীদের।
দেশে ফিরে অভিনেত্রী বলেন,‘আমি সবে দেশে ফিরলাম। সত্যি, এতটা ভালোবাসা পাচ্ছি যে, আমি আপ্লুত।’’
অনসূয়া লেখেন,‘প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জিতে অত্যন্ত গর্ববোধ করছি। ধন্যবাদ জানাব জুরিকে, যারা আমাকে যোগ্য ভেবেছেন। এই পুরস্কার আমার একার কৃতিত্ব নয়। আমার ছবির অন্য কলাকুশলী ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। যিনি আমার প্রতিভার উপর আস্থা রেখেছেন। আমার ছবির পরিচালক জাদুকরের মতো আমার কাছে। গল্পের জোরও এই ছবির বিপুল। আমার এই জয় সেই সব নারীদের জন্য, যারা শুধু গল্প বলার তাগিদে দিনরাত এই মাধ্যমটাকে ভালবেসে কাজ করে যাচ্ছেন।’
শেষে অনসূয়া আরও যোগ করেছেন, ‘আমি আশা করব, আমার এই জয় ভারতীয় সিনেমায় নারীদের কাজের পথকে প্রশস্ত করবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে পারে।’