কান চলচ্চিত্র উৎসবে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’

0

দেড় বছর আগে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় জানিয়েছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটির সংস্কার করা হচ্ছে। অবশেষে সেই কাজ শেষ হয়েছে। সত্যজিতের এই সিনেমা দর্শকদের জন্য নতুন করে পর্দায় আসছে। ‘অরণ্যের দিনরাত্রির’ ফোর-কে সংস্করণের প্রিমিয়ার হচ্ছে ফ্রান্সের সাগরপাড়ে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে।

নতুন সংস্করণটি তৈরি করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট। প্রদর্শনী উপলক্ষে কানে আমন্ত্রণ পেয়েছেন সিনেমার অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গাড়েওয়াল, প্রযোজক পূর্ণিমা দত্তসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় একই নামের সিনেমা তৈরি করেন ১৯৭০ সালে। ওই সিনেমায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শর্মিলা ঠাকুর, কাবেরী বসু, মিমি গঙ্গোপাধ্যায়সহ আরও কয়েকজন।

তবে সিনেমার অধিকাংশ অভিনয় শিল্পী প্রয়াত হয়েছেন। গুরুত্বপূর্ণদের মধ্যে বর্তমার আছেন কেবল শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণের দিনরাত্রি’ ১৯৬৮ সালে প্রকাশ হয় । সেই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় দুই বছর পরে নির্মাণ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here