কান্নাকাটি করে ‘মিথ্যা গল্প’ বানাচ্ছে রিয়াল: তেবাস

0

রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষে ঘুরেফিরেই সামনে আসছে একটি বিষয়, আর সেটি হলো রেফারিং। মাদ্রিদের ক্লাবটির অভিযোগ রেফারির বাজে সিদ্ধান্তের ‘বলি’ হচ্ছেন তারা। বারবার রেফারির দিকে আঙুল তোলায় বেশ চটেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার অভিযোগ, কান্নাকাটি করে ‘মিথ্যা গল্প’ বানানোর চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ ফুটবলে রেফারিং নিয়ে রিয়ালের অসন্তোষ অনেক আগে থেকে। সম্প্রতি সেটাই আরও তীব্র হয়েছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে লা লিগায় তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি তারা। আর ওই তিন ম্যাচেই রেফারিং নিয়ে অভিযোগ করে ইউরোপের সফলতম ক্লাবটি।

এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর লিখিত অভিযোগ করে তারা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠিয়ে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে লা লিগার সফলতম ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ

রিয়ালের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তখন তেবাস বলেছিলেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি। গতকাল সোমবার ইউরোপা প্রেসের সঙ্গে তেবাসের আলাপকালে ফের ওঠে সেই প্রসঙ্গ। সুযোগ পেয়ে লা লিগা প্রধান আরও কঠোর ভাষায় বললেন, “রিয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে যে অভিজ্ঞতা হয়েছে, সেটার জন্য আমার লজ্জা লাগছে।”

তিনি বলেন, “কান্নাকাটি করে তারা এমন একটা গল্প তৈরি করছে, যা সত্য নয়। তারা এমন ভাব করছে যে বৈশ্বিক ষড়যন্ত্র হচ্ছে, সবাই মাদ্রিদের বিরুদ্ধে। তারা পুরো রেয়াল মাদ্রিদ শিবিরকে একটি ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই।”

তেবাসের মতে, হারলেই রেফারিং নিয়ে অভিযোগ তোলে রিয়াল। এসময় তিনি বলেন, “যদি তারা জেতে, তাহলে (ভাবটা এমন) অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তারা। আর যদি হেরে যায়, তখন সেটা রেফারির ষড়যন্ত্রের কারণে। এটা বাকি ক্লাবগুলোর জন্য অপমানজনক।”

লা লিগায় ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here