কান্তারা ১: মুক্তির প্রথম ছয়দিনে আয় কতো?

0
কান্তারা ১: মুক্তির প্রথম ছয়দিনে আয় কতো?

তিন বছর আগে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ওই ছবি বক্স অফিসে ঝড় তোলে সেই সময়। ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি বাজেটের এই ছবি তিন বছর ধরে বানিয়েছেন ঋষভ। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটির ব্যবসা করে এই ছবি। পাঁচ দিনে সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যেই ৪১৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে বলে খবর।

অতিমারির ঠিক পরেই ২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত এই ছবি দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শুধু ছবিটি নয়, অভিনেতা ঋষভকে নিয়েও শুরু হয় চর্চা। যদিও তিনি ‘কান্তারা’র সাফল্যের পরে ফের চলে যান অন্তরালে। তিন বছরের বিরতি নিয়ে ফের একই রকম সাড়া পেলেন দর্শকদের কাছ থেকে।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কপূর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ যদিও ‘কান্তার ১’-এর পাশে দাঁড়াতে পারেনি এই ছবি। শুধু ভারতেই প্রথম তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে ফেলে এই ছবি। প্রথম সপ্তাহ পেরোনোর আগেই সারা বিশ্বে ৫০০ কোটির ঘরে এই ছবি। এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী ছবি এত দ্রুত গতিতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। তবে ‘কান্তারা ১’ সেই নজির ভেঙে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here