বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান, নাচ, আবৃত্তির মধ্য দিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবিতে) উদযাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
সঙ্গীত পরিবেশনায় ছিল কৃতি শিক্ষার্থী তাউসিফ, যমুনা, সেজান, মুশবিক, মিউকি, আনান ও হিমেল। নৃত্যে ছিল ইসরাত এবং আবৃত্তিতে ছিল কেয়া আহমেদ। তাছাড়া অনুষ্ঠানটি শেষ হয় ড. মকবুল হোসেনের গলায় “সেদিন দুজনে দুলেছিনু” গানটি দিয়ে।