কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

0

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে দুই শিশুসহ আট অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছিলেন বলে জানা গেছে।

এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ । 

নিহতদের মধ্যে দুই শিশু ছাড়া বাকি ছয়জন প্রাপ্তবয়স্ক।

এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, অপর শিশুটিও কানাডার নাগরিক ছিল।

অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও’ব্রায়েন সাংবাদিকদের বলেছেন, ধারণা করা হচ্ছে এখানে দুটি পরিবারের সদস্যের মৃতদেহ রয়েছে, একটি পরবিার রোমানিয়ান বংশোদ্ভূত এবং একটি পরিবার ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটা হৃদয়বিদারক ঘটনা। কী ঘটেছে, কীভাবে ঘটেছে, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার চেষ্টাও আমাদের করতে হবে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here