কানাডা ইমিগ্রেশন বিভাগের ৩৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় উদ্বিগ্ন অভিবাসন প্রত্যাশীরা

0

আগামী তিন বছরে ৩৩০০ কর্মী ছাঁটাই করবে কানাডার ফেডারেল ইমিগ্রেশন বিভাগ। গত মাস দুয়েক আগে কানাডা রেভিনিউ এজেন্সিতে ৬০০টি অস্থায়ী এবং চুক্তিবদ্ধ কর্মচারীর ছাঁটাইকরণের পরে এটি ফেডারেল সরকার ঘোষিত সর্বশেষ চাকরি ছাঁটাই প্রক্রিয়া।

সিটিভি নিউজ অটোয়াকে দেওয়া এক বিবৃতিতে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা নিশ্চিত করেছে যে, সোমবার ছাঁটাইয়ের ব্যাপারে কর্মচারীদের অবহিত করা হয়েছে। 

কানাডা সেক্রেটারিয়েটের ট্রেজারি বোর্ড অনুসারে, ২০২৪ সালে কানাডায় অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব সংশ্লিষ্ট কর্মী ছিলেন ১৩ হাজার ৯২ জন। যা ২০২২ সালে ১০ হাজার ২৪৮ এবং ২০১৯ সালে ছিল সাত হাজার ৮০০ ছিল। 

এদিকে, এই ঘোষণায় কানাডায় বসবাসরত আশ্রয়প্রার্থী ও স্থায়ী অভিবাসন প্রত্যাশীদের অনেকের মধ্যেই উদ্বিগ্নতা লক্ষ্য করা গেছে। কেননা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডে স্থায়ী নাগরিকত্ব প্রত্যাশী লক্ষাধিক ফাইল দীর্ঘদিন যাবত প্রক্রিয়াধীন। উদ্বাস্তু হিসেবে আশ্রয় প্রত্যাশী কয়েক লাখ আবেদনকারী অপেক্ষমাণ রয়েছে তাদের শুনানির তারিখের জন্য। ফেডারেল সরকারের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ইমিগ্রেশন প্রক্রিয়ার গতি শ্লথ হওয়ার আশঙ্কায় আশ্রয়প্রার্থীদের মাঝে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ সৃস্টি হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে কানাডার ফেডারেল সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ওই নির্বাচনের জনমত জরিপে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে। 

আগামী নির্বাচনের পর বিজয়ী দলের ইমিগ্রেশন পলিসি কী হবে, অভিবাসী নিয়ে তাদের কী পরিকল্পনা হবে, এ বিষয়ে আগাম কিছুই এখনই অনুমান বা বলা সম্ভব হবে না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here