কানাডার সাস্কাটুনে নির্মিত হবে স্থায়ী শহীদ মিনার

0

কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনের সিটি হলে সিটি মেয়র আর বাংলাদেশি কমিউনিটি এস্যোসিয়েশন অফ সাস্কাচুয়ান বিকাশের সভাপতির মধ্যে সাস্কাটুনে স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কানাডার স্থানীয় সময় গত শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৭ সালে তৎকালীন সভাপতি জাকির হোসেন এবং ড. নুরুল আমিন চৌধুরীর উৎসাহে এবং তাদের নিরলস চেষ্টায় যে যাত্রার সূচনা হয়েছিল পরবর্তীতে কামনাশীষ দেব, শহীদুলখান সেতার, মো. আজাদ এবং খান আরিফ ওয়াহিদের অকৃতিম প্রচেষ্টায় প্রবাসীদের প্রাণের দাবি স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য চুক্তি স্বাক্ষরিত হলো। 

এই কমিটি অর্থ সংগ্রহ থেকে শুরু করে সকল কর্মকান্ড কমিউনিটির সকল সদস্যদের সাথে নিয়ে সম্পাদন করবে।  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্লী ক্লার্ক, কাউন্সিলার এডাম টিটেমোর, সিটি ক্লার্ক ডেভিড কির্টন, ফোক-ফেস্ট ২০২৪ এর প্যাভেলিয়ান ম্যানেজার ড. বনানী রায়, সব্যসাচী চৌধুরী এবং খান আরিফ ওয়াহিদ বক্তব্য রাখেন। 

আগামি ২০২৫ সালের ভেতর এই শহীদ মিনারের নির্মান কাজ সম্পন্ন করার জন্য কমিউনিটির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন সাব কমিটির সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here