কানাডার সাস্কাটুনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

0
কানাডার সাস্কাটুনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

কানাডার সাস্কাটুনে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতী পূজা। কানাডার স্থানীয় সময় শনিবার সকালে লক্ষ্মীনারায়ণ মন্দিরে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি) এর উদ্যোগে দেবী বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি হয়।

প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা মাইনাস ৪৫ ডিগ্রীতেও হাজির হয়েছিলেন প্রবাসে পূজার উষ্ণতা নিতে। তাদের দপদচারণায় দুপুরে প্রসাদ গ্রহণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান আর নাচের পাশাপাশি কাবুলিওয়ালা নাটকটি মঞ্চস্থ হয়। 

সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি) এর সভাপতি বাবু দেবল চৌধুরী প্রবাসের বৈরী পরিস্থিতিতে পূজা উদযাপনের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here