কানাডার সাস্কাটুনে অনুষ্ঠিত হলো চিল্ড্রেন কার্নিভাল–২০২৫

0
কানাডার সাস্কাটুনে অনুষ্ঠিত হলো চিল্ড্রেন কার্নিভাল–২০২৫

কানাডার সাস্কাটুনে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আটটি দেশের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিল্ড্রেন কার্নিভাল–২০২৫। স্থানীয় সময় রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাস্কাটুনের একটি স্থানীয় হোটেলে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। সাস্কাটুনে এই প্রথমবারের মতো বহুজাতিক শিশুদের নিয়ে এমন বড় পরিসরের কার্নিভাল অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়।

কার্নিভালে শিশুদের জন্য ছিল নানা ধরনের ফান গেমস, ইনডোর খেলাধুলা, উপহার বিতরণ, ছবি তোলার ব্যবস্থা, ফ্রি খাবার এবং বিনোদনমূলক আয়োজন। পুরো আয়োজনজুড়ে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে বিভিন্ন দেশের শিশুরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং করতালিতে ভরে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানজুড়ে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মধ্যে ছিল উচ্ছ্বাস, পারস্পরিক সংস্কৃতি জানার আনন্দ এবং বন্ধুত্বপূর্ণ মেলবন্ধন। ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়ে শিশুরা বিশেষভাবে উৎসাহিত হয়।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কানাডায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য এমন আয়োজন নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশের ভাষা, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে সহায়ক হবে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here