কানাডার বাংলাদেশি কমিউনিটির সাথে ডলি বেগম এমপিপির মতবিনিময়

0

আগামী যে কোনো নির্বাচনে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রাদেশিক পার্লামেন্ট সদস্য (এমপিপি) ডলি বেগমকে নিঃশর্ত সমর্থন জানানোর একাত্মতা প্রকাশ করেছেন টরন্টোর বাংলাদেশি কমিউনিটি।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডেনফোর্থ রোডের বিডি ফিউশন রেস্তোঁরায় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এই মত প্রকাশ করেন। 

প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা এবং উদ্ভূত পরিস্থিতিতে অন্টারিও প্রভিন্সেও আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে ডলি বেগম কমিউনিটির সাথে এই মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় ডলি বেগম আগামী নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। 

প্রসঙ্গত : ডলি বেগম পর পর দুইবার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিজয়ী হন এবং তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ডলি বেগমের কর্মতৎপরতা বিবরণ তুলে ধরে বলেন, ডলি বেগম কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আগামী যে কোনো নির্বাচনে কমিউনিটি ডলি বেগমের পাশে থাকবে বলে বক্তারা উল্লেখ করেছেন। 

ডলি বেগমের কনস্টিটিউয়েন্সি অফিসের কর্মকর্তা ফায়েজুল করীম সভা পরিচালনা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here