কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন বাংলাদেশের তারকার ক্রিকেটার লিটন কুমার দাস। দলের সঙ্গে যোগ দিয়েই দারুণ সুখবর পেয়েছেন তিনি। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে গত মার্চ-এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেন লিটন। যদিও সেখানে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি তার।
লিটন ছাড়াও কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে খেলবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে মন্ট্রিয়াল টাইগার্স দলে ভেড়ায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। সাকিবও ইতোমধ্যেই পৌঁছেছেন কানাডায়।
লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা মাঠে নামবেন।