কানাডার টরেন্টোতে কবিতা পাঠের অনুষ্ঠান

0
কানাডার টরেন্টোতে কবিতা পাঠের অনুষ্ঠান

কানাডার টরেন্টোর দ্যা ডন অন ডনফোথ মিলনায়তনে “আলো দিয়ে যাই” কবিতা পাঠের অনুষ্ঠান আবৃত্তির যুগলবন্দী শিরোনামে দুই আবৃত্তি শিল্পী ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরিন ইভার কবিতা সন্ধ‍্যা অনুষ্ঠিত হয়েছে।

নাজমা কাজীর উপস্থাপনায় অনুষ্ঠানটির ভাব গাম্ভীর্যপূর্ণ ছিল অন্য রকম। অতিথি ছিলেন এমপিপি ডলি বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলো দিয়ে যাই নামকরণের মধ‍্যে ছিল এক ধরনের বৈচিত্র্য ও স্নিগ্ধতা। অনুষ্ঠানে কবিতার প্রতিটি পর্ব গুছানো আর রুচিসম্মত কবিতা আর কথামালা দিয়ে সাজানো ছিল। শব্দের ঝংকার, সুর আর আবেগে ভরা পরিবেশে মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। কিবোর্ডে ছিল রূপ তনু, তবলায় চিন্ময় কর। অনুষ্ঠানের পুরো গ্রন্থনায় ছিলেন কবি জামিল বিন খলিল। কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী তিন্নি। কবিতার প্রারম্ভে শিল্পী ইমা দের কণ্ঠে এবং কীবোর্ড প্লেয়ার রুপতনু শর্মার কণ্ঠে নেপথ্য সঙ্গীত পুরো অনুষ্ঠানকে এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here