কানাডার টরন্টোতে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

0
কানাডার টরন্টোতে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

কানাডার টরন্টোতে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত সন্ধ্যা আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় চাইনিজ কালচারাল সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।

‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এ অনুষ্ঠানে তাপস-নাহিদ জুটির নৃত্যও প্রদর্শিত হবে। উপস্থাপনায় থাকবেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ।

সম্প্রতি এ উপলক্ষ্যে টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্টে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লায়লা হাসান, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর অয়ন দেব রায়, মিডিয়া ব‍্যক্তিত্ব আসমা আহমেদ, অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্পন্সর অ্যাকাউনট‍্যান্ট মোর্শেদ নিজাম ও প্রকৌশলী নওশের আলীসহ অন্য আয়োজকরা।

আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতেই এ আয়োজন। রবীন্দ্রনাথের মৃত্যুর এতদিন পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম এখনও স্বমহিমায় ভাস্বর। বাঙালির জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে বিশ্বকবির সাহিত্যকর্ম। এমন অনুষ্ঠান আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধন তৈরি করবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here