কানাডার টরন্টোতে মুক্ত মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সন্ধ্যায় টরন্টো ২৫২৫ ড্যানফোর্থ এভিনিউয়ের হোপচার্চ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা রূপ নেয়।
প্রচণ্ড শীত উপেক্ষা করে দেশপ্রেম ও ঐক্যের ভাষায় মানুষের ঢল নামে মিলনায়তনে। আবৃত্তিকার হিমাদ্রী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
১৬ ডিসেম্বর ১৯৭১ সালের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ধারাবিবরণী ইংরেজিতে পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুণিম আহমেদ। গ্রন্থনায় ছিলেন ড. শামীম আহমেদ। পাঠ শেষে তিনি বিষয়টির প্রেক্ষাপট ব্যাখ্যা করে পাঠকদের ধন্যবাদ জানান। দর্শকরা গভীর মনোযোগে এই পর্ব উপভোগ করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন নাহিদ কবির। বিষয় ভাবনায় ছিলেন হিমাদ্রী রায় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি দেলওয়ার এলাহী। আপ্যায়নে এলিনা মিতা, মঞ্চ ভাবনায় মাহমুদুল ইসলাম সেলিম এবং মঞ্চসজ্জায় যতীন্দ্র বিশ্বাস দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। প্রবাসে থেকেও দেশ যে হৃদয়ে বহমান- এই বার্তাই ছিল পুরো আয়োজনের মূল সুর। সন্ধ্যায় শুরু হওয়া এই অনুষ্ঠান প্রবাসী বাঙালিদের পদচারণায় মুহূর্তেই যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

