কানাডার ক্যালগেরিতে ভয়ংকর শীত ও প্রচন্ড তুষারপাত জনজীবন স্থবির হয়ে পড়েছে। হিমশীতল আবহাওয়া গোটা ক্যালগেরি ও এর আশপাশের এলাকা জেঁকে বসেছে।
ভয়ংকর শীতে কাঁপছে গোটা ক্যালগেরি ও আলবার্টার আশেপাশের শহর। গত শনিবার থেকে শুরু হওয়া প্রচন্ড ঠান্ডা একটানা চলছে মাইনাস ৩৩ থেকে মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া সূত্রে জানা গেছে শুরু হওয়া এই তীব্র ঠাণ্ডা চলবে এ সপ্তাহের শেষ পর্যন্ত।
এদিকে, প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে বিমানের নির্ধারিত ফ্লাইট। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে সড়ক। পিচ্ছিল সড়কে ঘটছে দুর্ঘটনা। সড়কের যানবাহন গুলো খুব ধীর গতিতে চলছে। ভয়াবহ ঠাণ্ডা আর বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
গত চারদিন ক্যালগেরি সিটি ও এর আশপাশের এলাকায় প্রায় চারশ’ এর উপরে দূর্ঘটনার খবর পাওয়া গেছে। ক্যালগেরি পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩৫টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ জন আহত হয়েছেন।
তুষারের প্রকোপে ক্যালগেরির গণপরিবহন বাস চলাচলে ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসতে না পারায় অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না। সিটি অফ ক্যালগেরি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে চলাচলের নির্দেশ দিচ্ছে।