বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। উত্তর আমেরিকার দেশ কানাডায় স্থানীয় সময় রবিবার রাতে প্রথম তারাবিহ নামাজ হয়েছে। সোমবার থেকে রোজা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রবিবার পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে।
আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবিহ নামাজ শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্য পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন এবং রমজান মাসকে যথাযথভাবে পালন করার আহ্বান জানান।