কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

0
কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরোন্টোতে টরোন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

গত ১২ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত। টরোন্টোর ৩০০০ ডেনফোর্থ এভিনিউতে আয়োজিত এই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরা হচ্ছে চলচ্চিত্রের মাধ্যমে।

এরই ধারাবাহিকতায় কানাডার স্থানীয় সময় গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টরোন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে প্রদীপ মিছিলের আয়োজন করা হয়। গত ১১ বছর ধরে সংগঠনটি নিয়মিতভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে এবং একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিও জানিয়ে আসছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে দর্শনার্থীরা রাস্তায় প্রদীপ হাতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের গান গেয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। আবেগঘন এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে টরোন্টো ফিল্ম ফোরামে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র “আজীবন মুক্তিযোদ্ধা”। “ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা” শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর সংগ্রামমুখর ও বর্ণাঢ্য জীবনভিত্তিক এক অনন্য দলিল। তাঁর লেখা ‘বুলেট অব সেভেন্টি ওয়ান: আ ফ্রিডম ফাইটার্স স্টোরি’ অবলম্বনে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা নাদিম ইকবাল। এতে একজন মুক্তিযোদ্ধার আজীবন লড়াই, দেশপ্রেম ও আদর্শের গল্প ফুটে উঠেছে।

চলতি প্রদর্শনীতে আজ প্রদর্শিত হয়েছে পান্থ প্রসাদ পরিচালিত চলচ্চিত্র “সাবিত্রী”। সমাপনী দিনে কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত “মেঘমল্লার” চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

আয়োজকরা জানান- কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here