কানাডায় বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে ১৮ এপ্রিল বাংলা ফেস্ট-২

0

কানাডার মূলধারায় বাংলা সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ফেস্ট-২ আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় বছরের এই আয়োজনে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী এবং কানাডায় বসবাসরত বাংলাদেশি শিল্পীরা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডেনফোর্থ রোডের ঢাকা কেবাব নান রেস্তোরাঁয় আয়োজিত মিট অ্যান্ড গ্রিট’ এ বাংলাদেশ ফেস্ট-২ বিস্তারিত তুলে ধরেন ফেস্টিভ্যালের আয়োজক বাবলু চৌধুরী। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। 

অন্যান্যের মধ্যে সাংবাদিক শওগাত আলী সাগর, সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন, কমিউনিটি নেতা আবুল আজাদ, সিপিএ মোরশেদ নিজাম, ফায়েজুল হক, সাংস্কৃতিক সংগঠক সবুজ চৌধুরী, ফারহানা জেড খান নওশের আলী প্রমুখ। কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যবসায়ী, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিবর্গ এতে অংশ নেন। 

অনুষ্ঠানে ডলি বেগম বাংলাদেশ ফেস্ট-২ এর আয়োজনের প্রশংসা করে বলেন, কানাডার বহুজাতিক সংস্কৃতিতে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

আয়োজক বাবলু চৌধুরী বাংলাদেশ ফেস্ট-২ আয়োজনে কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করে বলেন, তিনি মানসম্মত একটি অনুষ্ঠান উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here