কানাডায় ঢাবি ফোরামের ক‍্যারিয়ার সেমিনার

0
কানাডায় ঢাবি ফোরামের ক‍্যারিয়ার সেমিনার

কানাডায় বাংলাদেশি চাকরিপ্রার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিকার নিয়ে ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম।   

কানাডার স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা, পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া।  

সেমিনারে উপস্থিত ছিলেন অন্টারিও প্রদেশের এমপি ডলি বেগম। বক্তব্যে তিনি কানাডায় নতুন আসা, কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা এবং যারা নিজেদের ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চান, তাদের জন্য নানান পরামর্শ দেন। পরে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার সভাপতি রোকেয়া সুলতানার হাতে ক্রেস্ট তুলে দেন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী খালিকুজ্জামান, স্টেট স্ট্রিট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড. সাফি ভুঁইয়া, মিনিস্ট্রি অব হেলথের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খানসহ অন্যরা। 

অনুষ্ঠানটি সফল করতে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আখতার জামান, তাকে তানজিলা আমিন, খোন্দকার সোহেলসহ অন্যরা সহযোগিতা করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here