কানাডায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

0

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করেছে কানাডার আলবার্টা শাখার বিএনপি। রবিবার ১৯ শে জানুয়ারি উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা ভার্চুয়ালি জুম কমিউনিকেশনের মাধ্যমে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। 

আলবার্টা বিএনপির সভাপতি প্রকৌশলী জাহিদ খান সবুজের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ইলিয়াসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এবিএম আব্দুর রাজ্জাক রাজু। প্রধান বক্তার ছাত্রদল নড়াইল জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ড. সরোয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলবার্টা বিএনপির নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের গোল্ড মেডেলিস্ট ও সাবেক অধ্যাপক মাসুদ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর মৃধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেতা সরকার শাহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here