কানাডায় চলছে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি

0

কানাডার টরেন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রচণ্ড তুষারপাতকে উপেক্ষা করে নারী-পুরুষ ও শিশু-কিশোররা আঁকছে একুশের নানা রঙের আলপনা। চারুকলা শিল্পী কচি রানা ও তার চারুকলার বন্ধুদের নিয়ে সংগঠন ‘আর্ট কোয়েস্ট’ এর নেতৃত্বে আঁকা এসব আলপনায় উঠে এসেছে ৫২ এর সেই ভাষা আন্দোলনে শহীদ ও মাতৃভাষার রূপ। 

উল্লেখ্য, সর্বজনীন মাতৃভাষা উদযাপন কমিটি ২০২৫ এর উদ্যোগে আগামী ২১শে ফেব্রুয়ারি হাজারো বাঙালির পায়ে পায়ে মুখরিত হবে কানাডার টরেন্টোর ডেন্টনিয়া পার্ক শহিদ মিনার।

আয়োজকরা জানান, বাঙালি জাতির অস্থিমজ্জায় ভাষায়, সংস্কৃতিতে এবং ইতিহাসে যে চেতনা গাঢ় হয়ে মিশে আছে। তাকে ধ্বংস করা, কলুষিত করা সহজ নয়। একুশের মিছিল, একুশের স্লোগান, একুশের গান সেই অপশক্তিকে বারবার রুখেছে, এখনো রুখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here