কমরেড আবু জাফরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৭ মে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার আয়োজনে এক সভায় স্মরণ সভার আয়োজন করা হয়।
আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে এই স্মরণ সভায় পিডিআই নেতা মাহবুব আলম, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজাসহ নেতৃবৃন্দ কমরেড জাফরের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন।