কানাডায় কবি সাইফুল্লাহ মাহমুদকে সম্মাননা প্রদান

0

কানাডায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কবি সাইফুল্লাহ মাহমুদকে সম্মাননা দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর উপর গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত হওয়ায় তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের উদ‍্যোগে টরোন্টোর ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেস্টুরেন্টে ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল।

 বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট‍্যকার স্বনামধন্য ব‍্যক্তিত্ব আহমেদ হোসেন, সাংবাদিক মাহবুব ওসমানী, আওয়ামী লীগ নেতা মো: হাসান, চলচ্চিত্রশিল্পী অরুনা বিশ্বাস। 

অন্টারিও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়েজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের জিয়াউল আহসান চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, রিয়াজুল হক, মুশফাকুর রহমান আকন্দ, ক্লাইমেট চ‍্যানেলের সাংবাদিক সঞ্জয় চাকি, প্রবাস বাংলার সাংবাদিক দীন ইসলাম, কানাডা আওয়ামী লীগের মোর্শেদ আহমেদ মুক্তা, রতন দেব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিতাই দেবনাথ, শাকিল আহমেদ, রোকন চৌধুরী, শরিফুল ইসলাম, তকদির হোসেন, মাহফুজুর রহমান, আব্দুর রহিম, তাপস সরকার, রোকন চৌধুরী, কানাডা আওয়ামী লীগের ঝোটন তরফদার, রতন দেব। কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৈহিদ খান আশিক, ম‍্যাক তারিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম, রিদয়, তন্ময়, নাহিদ, জুয়েল, মুন্না, জয়, ইরফান, রাহুল, অনিক, রিশাদ, আরিফ, ইমরান, সাকিব, নেসার, ফুয়াদ, রাইয়ান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত মিসেস দুলাল, হাসমত আরা জুই, মোহাম্মদ মকবুল হোসেন, শরিফুল ইসলাম, জুলফিকার হায়দার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভূইয়া, মো: শোহান, মো: ওশমান, মো: শিহাব, জয় ইব্রাহিম, মো: আবদুল্লাহ খান, ইউনুস মিয়া, মোহাম্মদ আজিজুল ব‍্যাপারী, মোহাম্মদ আলীসহ আরও অনেকে। পরিশেষে অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here