কানাডায় ‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ : বাঙালির মুক্তি সনদ” শীর্ষক আলোচনা

0

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে ‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ : বাঙালির মুক্তি সনদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি অনলাইন পোর্টালের আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল্লা রফিক। স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান।

বক্তারা আরও বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরেই সারা বিশ্বে প্রবাসীরা জেগে ওঠে। ঐতিহাসিক ঐ ভাষণের দিক-নির্দেশনা পেয়েই পরোক্ষভাবে প্রবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিক, কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান, সিলেট এসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি রূপক দত্ত, আথাবাচকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাসেল রূপক, বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সাংস্কৃতিক সম্পাদক উম্মে তানিয়া, নৃত্যশিল্পী ও নাট্যকমী মৌ ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব তানভীর আহমেদ জয় এবং বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র পরিকল্পনা সম্পাদক মোশারেফ হোসেন মাসুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here