কানাডায় উড্ডয়নের পরপরই প্লেন বিধ্বস্ত, নিহত ৬

0

উত্তর আমেরিকার দেশ কানাডায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে। এই ঘটনায় একজন বেচেঁ গেছেন। প্লেনটিতে শ্রমিকদের বহন করা হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় একটি খনিতে নেওয়ার জন্য শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী প্লেন উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

এদিকে, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন বিমান দুর্ঘটনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র।

তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সামরিক ও ফেডারেল পুলিশ নর্থওয়েস্ট টেরিটোরির এই দুর্ঘটনার প্রতিক্রিয়া জানায়। স্নোমোবাইলে থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষটি শনাক্ত করে এবং পরে হারকিউলিস বিমান থেকে প্যারাসুটে করে অনুসন্ধান ও উদ্ধারকারী টেকনিশিয়ান সেখানে নামেন। সূত্র: এএফপি, রয়টার্স, এবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here