কানাডায় আজ ঈদ, বিভিন্ন কমিউনিটিতে জামাতের আয়োজন

0

কানাডায় আজ রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। কানাডার ক্যালগেরিতে ঈদের জামাত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ঈদের নামাজ আদায় করবেন।

ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুমা মসজিদে সকাল সাড়ে ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

নামাজের ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হাম্মৌদ। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এ সময় প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিও নামাজে অংশ নেবেন।

এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসি-তেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করবেন।

উল্লেখ্য, বরফাচ্ছন্ন কানাডায় এবারের ঈদ কর্মদিবসের মধ্যে না পড়ায় প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here